background image

২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন চলছে

21-11-2025
ভর্তি বিজ্ঞপ্তি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন আবেদনের সময় ও নিয়মাবলিঃ ১। আবেদনের সময়সীমাঃ ২১ নভেম্বর বেলা ১১.০০ টা থেকে ০৫ ডিসেম্বর বিকেল ৫.০০ টা ২০২৫ খ্রিঃ পর্যন্ত। ২। ভর্তি ফিঃ ১০০/- যা অনলাইনে আবেদন ফরম পূরণের সময় টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে। ৩। ডিজিটাল দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে ভর্তিকালীন অনলাইন থেকে প্রাপ্ত আবেদন কপি সঙ্গে আনতে হবে এবং বিদ্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪। কোনো কোটায় আবেদন করতে চাইলে প্রার্থীকে অবশ্যই অনলাইনে ফরম পূরণের সময় তা উল্লেখ করতে হবে এবং পরবর্তীতে এ ব্যাপারে কোনো মৌখিক বা অন্য কোনো উপায় গ্রহণযোগ্য হবে না। ভর্তির সময় নির্বাচিত কোটার প্রমানপত্র দাখিল করতে হবে। ৫। অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনভাবে ভর্তির কোনো সুযোগ নেই। কেবলমাত্র নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। ৬। অনলাইনে আবেদন করার সময় যা প্রয়োজন হবেঃ ক) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি খ) প্রার্থীর ডিজিটাল জন্ম সনদের ফটোকপি গ) প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা ১ কপি রঙ্গিন ফটো ঘ) একটি সচল রেজিঃ মোবাইল নম্বর ৭। অনলাইনে আবেদন করার জন্য ওয়েব সাইটের ঠিকানাঃ http://gsa.teletalk.com.bd ৮। অনলাইন দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদেরকে ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র ভর্তির আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।